শালিখা টেকনিক্যাল স্কুল ও কলেজ লাইব্রেরিতে আপনাকে স্বাগতম। একটি শিক্ষা প্রতিষ্ঠান এর অর্থ শুধু শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে নয়। এর মূল ভিত্তি হল তার লাইব্রেরী কতটা সমৃদ্ধ তার মধ্যে। লাইব্রেরী যত বেশি বই দিয়ে সমৃদ্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান তত উন্নত হবে। কারণ শিক্ষার্থীরা তখন শুধুই পুথিগত বিদ্যাতে আবদ্ধ থাকবে না, তাদের জ্ঞান হবে বহুমুখী। লাইব্রেরী এমন একটি জায়গা যার মাধ্যমে ছোট থেকে বড় সকলেই নিজেদের জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করতে পারে। শিক্ষার্থীরা মূলত তাদের একাডেমিক কার্যক্রমের বাইরে বিস্তর জ্ঞানলাভ করতে পারে লাইব্রেরীর মাধ্যমে। অবসর সময়ে শিক্ষার্থীরা আড্ডা দিয়ে অলস সময় না কাটিয়ে বরং লাইব্রেরীতে গিয়ে তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারবে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবদেহে হৃদয় যেমন একটি অবিচ্ছেদ্য অংশ তেমনি এই লাইব্রেরী শালিখা টেকনিক্যাল স্কুল ও কলেজ এর একটি অবিচ্ছেদ্য অংশ। এটি প্রশাসনিক ভবনের ৩য় তলায় অবস্থিত। এখানে ইংঞ্জিনিয়ারিং বই, জার্নাল, ম্যাগাজিন, সংবাদপত্রসহ থাকবে সর্বশেষ সকল প্রকার চমৎকার সব সংগ্রহ!! এগুলো পাঠকদেরকে নতুন এবং সর্বশেষ সকল তথ্য প্রদান করবে।লাইব্রেরীটি বিশাল জায়গা এবং খুব সুসজ্জিত। এখানে একসাথে ৮০জন পাঠক একইসাথে এটি ব্যবহার করতে পারবে লাইব্রেরীর বইগুলো সব ডিডিসি এর নিয়ম মোতাবেক সাজানো হয়েছে।
লাইব্রেরির সেবাসমূহঃ
• লাইব্রেরী সদস্যপদ
• বই ধার দেয়া
• বই নবায়ন করা
• ইন্টারনেট সুবিধা
• থিসিস পেপার
লাইব্রেরি এর সময়সূচীঃ লাইব্রেরি কর্মদিবসগুলোতে মূলত সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে (মধ্যাহ্ন ভোজের বিরতি দুপুর ১:১৫টা থেকে ১:৪৫টা) । তবে শুক্রবার, শনিবার এবং অন্যান্য জাতীয় ছুটির দিনগুলোতে এটি বন্ধ থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস