Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতি ফলক স্থাপন। সাইকেল গ্যারেজ স্থাপন। দূর থেকে আগত ব্যাচেলর শিক্ষক ও অতিথিদের থাকার সুব্যবস্থার জন্য অতিথি কক্ষ স্থাপন। ছাত্র-ছাত্রীদের বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের চাহিদা পূরণের জন্য আধুনিক ও মানসম্মত কমনরুম, ব্যায়ামাগার ও অডিটরিয়াম নির্মাণ। জেনারেটরের জন্য সাব-স্টেশন রুম স্থাপন। ছাত্র-ছাত্রীদের খেলার মাঠ নির্মাণ। প্রধান ফটকে LED ঘড়ি স্থাপন।

২০২৩-২৪ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

  • সকল আসনে শিক্ষার্থী ভর্তি ১০০% করা।
  • ড্রপ আউট হার কমিয়ে ১০% আনা।
  • উত্তীর্ণদের ৭০% কর্মসংস্থান নিশ্চিত করা।
  • ছাত্রী/নারী প্রশিক্ষাণার্থী হার ২৫% এ উন্নীত করা।
  • অনগ্রসরদের/প্রতিবন্ধিদের অংশগ্রহনের হার ২% করা।
  • অবকাঠামো উন্নয়নে মাষ্টারপ্লান অনুমোদন ও বাস্তবায়ন শুরু করা।
  • শিল্প কারখানা/নিয়োগদাতার সাথে কর্মসংস্থান ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণ পরিচালনার লক্ষ্যে অন্তত: ৫ টি MOU সম্পন্ন করা।
  • পাশের হার শতভাগে উন্নীতকরণ।