৫ (পাঁচ) তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ। ৪ (চার) তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণ। শ্রেণিকক্ষে চেয়ার, হোয়াইট বোর্ড, মাল্টিমিডিয়া স্থাপন। অতিথিদের জন্য সার্ভিস সেন্টার ভবন নির্মাণ করা হয়েছে। প্রধান ফটকের পাশে বিলবোর্ড স্থাপন। প্রধান ফটকে ডিজিটাল বোর্ড নির্মাণ। শিক্ষকদের চেম্বারে প্রতি শিক্ষকের জন্য বসার চেয়ার, টেবিল, ফাইল কেবিনেট দেয়া হয়েছে। অধ্যক্ষের কক্ষ আধুনিকায়ন করা হয়েছে। বিভাগীয় প্রধানদের জন্য বসার চেয়ার, টেবিল, ফাইল কেবিনেট, আলমারি দেয়া হয়েছে। ২০২২ সালে মোট ১২৩ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান। ছাত্রদের জন্য আলাদা কমনরুম, প্রার্থনা রুম, স্বতন্ত্র টয়লেট তৈরী করা হয়েছে। ছাত্রীদের জন্য আলাদা কমনরুম, প্রার্থনা রুম, স্বতন্ত্র টয়লেট তৈরী করা হয়েছে। কম্পিউটার ল্যাবে ৬০টি কম্পিউটার, ৮টি এসি স্থাপনসহ আধুনিকীকরণ করা হয়েছে। লাইব্রেরীর জন্য মুক্তিযোদ্ধা ভিত্তিক বই, গল্পের বই, ধর্মীয় বই, কবিতার বইসহ বিভিন্ন ধরনের বই কেনা হয়েছে। ছাত্র-ছাত্রীদের সুপেয় পানি সরবরাহের জন্য আলাদাভাবে একটি ট্যাংক স্থাপন করে খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানের সামনে প্রধান সড়কে স্প্রিডব্রেকার ও জেব্রা ক্রসিং দেয়া হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস